ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সীতাকুণ্ডে সাংসদ দিদারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ৩১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডে পৌরসভা এলাকার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) শনিবার সকাল ১১টার দিকে পৌরসভা কার্যালয়ের সামনে চট্রগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলম এমপির ব্যক্তিগত উদ্যোগে হত দরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। 

ভারপ্রাপ্ত পৌর মেয়র হারাধন চৌধুরী বাবুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, কাউন্সিলর আনোয়ার ভূঁইয়া, দিদারুল আলম এ্যাপলো, মফিজুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম, সাবেক কাউন্সিলর মাঈমুন উদ্দিন মামুন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মোফাখ্খরুল আলম চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগ নেতা মো. হারুন-অর রশিদ, মেজবা উদ্দীন মিঠু, দিলদার হোসেন, সালা উদ্দীন, আবুল হোসেন, জাহেদ হোসেন, নুর উদ্দীন প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি